আইনজীবী বলেন, “তিন আসামি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।”
Published : 05 Oct 2023, 06:21 PM
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক হাছিবুল্লাহ পিয়াস তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী।
আদালতে আত্মসমর্পণ করা আসামিরা হলেন- ইসমাইল হোসেন স্বপন মণ্ডল, খন্দকার শামীম ও শেখ ফরিদ।
আইনজীবী বলেন, “তিন আসামি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। আজ তারা নিম্ন আদালতে হাজির হলে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।”
গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়; ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান।
এ ঘটনার সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপির বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।