নার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
Published : 05 Jul 2024, 05:12 PM
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে শুক্রবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খায়রুল আনাম জানান।
নিহেতদের মধ্যে একজন পিকআপ ভ্যানের চালক বলে পুলিশ জানালেও তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
ওসি বলেন, “ঢাকা গামী গোল্ডেন লাইন পরিবহন বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।”
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে রেকারের সাহায্যে বাস ও পিকআপ ভ্যানটি উদ্ধার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।