তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Published : 02 Apr 2025, 07:26 PM
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঈদের দিন ঘুরতে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বুধবার বলেন, মঙ্গলবার রাতে তরুণীর মা দুজনকে আসামি করে মামলা করেছেন।
তারপর শেষ রাতে আব্দুর রহমান (১৮) নামে এক যুবককে মাগুরার মহম্মদপুর উপজেলার এলাংখালী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি বোয়ালমারী উপজেলায়।
তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, ঈদের দিন আব্দুর রহমান ওই তরুণীকে নিয়ে ঘুরতে যান। একপর্যায়ে অন্য একজনের সহায়তায় তরুণীকে ধর্ষণ করেন। এতে তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে মহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার মহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তরুণীকে উদ্ধার করে।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ধর্ষণে সহযোগিতাকারী আসামি রাতুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।