তিন কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Published : 23 Nov 2024, 04:17 PM
গাজীপুরে শ্রীপুরে ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজির পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে শনিবার দুপুরে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনের নেতৃত্বে কমিটিতে পুলিশ, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদেরও রাখা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পিকনিকে যাওয়ার পথে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীদের একটি বাস সড়কের পাশ দিয়ে যাওয়া হাই ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়।
এতে বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।
তারা হলেন- মীর মোজাম্মেল নাঈম (২৩), জোবায়ের আলম সাকিব (২২) ও মুবতাছিন রহমান মাহীন (২২)। এ ঘটনায় আহত হন আরও কয়েকজন।
স্থানীয়রা জানান, বিআরটিসির ছয়টি দোতলা বাস এবং তিনটি মাইক্রোবাস নিয়ে উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া রিসোর্টে পিকনিকে আসেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৪৬০ শিক্ষার্থী। মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে এই দুর্ঘটনা ঘটে।
পরে হতাহত শিক্ষার্থীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জেলা প্রশাসক নাফিসা আরেফীন জানান, তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পুরানো খবর
গাজীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত, বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের মৃত্যু