নারায়ণগঞ্জে বৃহস্পতিবার ‘ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী আজকের বাংলাদেশ’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।
Published : 12 Sep 2024, 06:21 PM
চব্বিশের অভ্যুত্থানের পর পরিবর্তনের ধারায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, “আমরা মনে করি, রাজনৈতিক দলগুলোর প্রয়োজন পরিবর্তিত ধারাকে বোঝা এবং সবার সঙ্গে থেকে পরিবর্তনকে ইতিবাচক করা।”
বৃহস্পতিবার দুপুরে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
মান্না বলেন, “তরুণ-তরুণী শিক্ষার্থীদের জীবন বাজি রাখার এত বড় প্রবণতা কোথা থেকে তৈরি হল তা বুঝতে হবে। তারা যা করতে পেরেছে, তা রাজনৈতিক দলগুলো করতে পারেনি। দলগুলো সমাবেশ করেছে; পুলিশ বললে চলে গেছে। কিন্তু শিক্ষার্থীরা বলেছে, না, আমরা আমাদের জায়গায় আছি। গুলি করো, মারো কিন্তু সরবো না। একটা মরে তো আরেকটা দাঁড়ায়, বিস্ময়করভাবে এটা হয়েছে। তারা ক্লান্তিকর, অপমানজনক জীবনের চাইতে সাহস দেখিয়ে মরতে রাজি ছিল। এখানে ওই সাহস দেখিয়ে তারা জিতেছে।”
“এই যে জেন-জি; ওদের কথা স্পষ্ট, আমরা পুরোনো ধারা দেখতে চাই না, নতুন জিনিস দেখতে চাই। সুতরাং আপনার দৃষ্টিটাও সে রকম করতে হবে। দৃষ্টিভঙ্গিকে পরিবর্তনশীল প্রবাহের সঙ্গে মিলাতে হবে। আগের কালচার দিয়ে হবে না।”
ছাত্র-জনতার এই আন্দোলনের সঙ্গে বায়ান্ন, ঊনসত্তর কিংবা এরশাদবিরোধী আন্দোলনের কোনো মিল নেই মন্তব্য করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, “একটা আন্দোলন, যার কোনো নেতৃত্বই নাই, কাঠামো নাই, কিন্তু আন্দোলন হয়েছে এবং জিতেছেও। এই পরিবর্তন বুঝতে হবে। এটা যদি রাজনৈতিক দলগুলো না বুঝে তাহলে খুব তাড়াতাড়ি আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো না।”
অন্তবর্তীকালীন সরকারকে সময় দেওয়া উচিত বলে মন্তব্য করে মান্না বলেন, “ড. ইউনুস বলেছেন, দেশ গড়া একটি রাজনৈতিক বিষয়। দেশটাকে যে রাজনৈতিকভাবেও সাজাতে হয়, এই বিষয়টা নিয়ে তাদের কিছু ঘাটতি থাকতে পারে। প্রশাসন ও অন্যান্য জিনিসগুলো সাজাতে তাদের সময় লাগতে পারে। এখানে একটি রাজনৈতিক সরকার হলেও সময় লাগতো।”
অন্তবর্তীকালীন সরকারের আমলে সংস্কারের রাজনীতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, “আবারও যাতে স্বৈরাচার ফিরে আসতে না পারে সেজন্য সংবিধানের সংশোধন করতে হবে। সংবিধানের যে অংশ স্বৈরাচারকে স্থায়ী হতে দেয়, তার পরিবর্তন জরুরি।”
নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান খসরু, জেলা কমিটির আহ্বায়ক ইকবাল কবির সভায় উপস্থিত ছিলেন।