আটকদের বিরুদ্ধে কলেজে বিশৃঙ্খলা করার চেষ্টার অভিযোগ করা হয়েছে।
Published : 07 Jan 2025, 10:38 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে মারধর করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানান হরিরামপুর থানা ওসি মোহাম্মদ আব্দুল মুমিন খান।
আটকদের মধ্যে তীর্থ চৌধুরী (২১) সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার বলড়া ইউনিয়নের কুইস্তরা গ্রামের তুহিন চৌধুরীর ছেলে।
অপরজন উপজেলার যাত্রাপুর গ্রামের অনিক আহমেদ (২০)। অনিককে ছাত্রলীগ নেতা দাবি করা হলেও তাকে কলেজ ছাত্রদলের প্রোগ্রামে দেখা গেছে বলে দাবি শিক্ষার্থীদের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সরকারি বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সজল আহমেদ জয়ের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ওই দুইজনকে মারধর করে পুলিশে দেয়।
ছাত্রদলের সাবেক নেতা সজল আহমেদ বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন। এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।”
সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীনুর রশিদ বলেন, “আমি ক্লাস নিচ্ছিলাম। এ সময় হট্টগোলের আওয়াজ পেয়ে ছুটে আসি। একে একে শিক্ষার্থীসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা সেখানে উপস্থিত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুইজনকে আটক করে নিয়ে যান।”
ওসি মুমিন খান বলেন, কলেজে হট্টগোলের খবর পেয়ে ওই দুইজনকে থানা হেফাজতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।