বন্যাকবলিতদের স্বাস্থ্যসেবা দিতে জেলাজুড়ে ১২৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
Published : 19 Jun 2024, 06:07 PM
সিলেটের বন্যা কবলিত তিনটি উপজেলায় হাসপাতাল চত্বরে বন্যার পানি প্রবেশ করেছে।
ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত জানান, মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে গোড়ালি থেকে হাঁটু সমান পানি ছিল। বুধবার হাসপাতালের ভেতর থেকে পানি নেমে গেলেও চত্বর এখনও ডুবে আছে। রোগীরা হাসপাতালের সামনে এসেছেন নৌকায় চেপে।
ফেঞ্চুগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরেও পানি রয়েছে।
তিনি বলেন, “কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিনগুলো সরিয়ে জেলায় নিয়ে আসা হয়েছে। স্টোরের মালামাল দ্বিতীয় তলায় উঠানো হয়েছে।”
বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিলেট জেলাজুড়ে ১২৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানান তিনি।
এর মধ্যে বিয়ানীবাজারে ১৬টি, কানাইঘাটে ১২, গোলাপগঞ্জে ১২, জকিগঞ্জ ও গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে ১০টি করে, বিশ্বনাথ, সিলেট সদর, দক্ষিণ সুরমা ও ওসমানীনগরে ৯টি করে, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও জৈন্তাপুরে ৬টি করে মেডিকেল টিম গঠিত হয়েছে।
জেলা পর্যায়ে আরও দুটি মেডিকেল টিম কাজ করছে।