এক পুলিশ সদস্যকে আওয়ামী লীগ কর্মীরা অবরুদ্ধও করে রাখেন।
Published : 02 Feb 2025, 11:13 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রচারপত্র বিলি করার সন্দেহে আওয়ামী লীগ কর্মীকে আটকের জেরে হামলা-ভাঙচুরের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, রোববার সন্ধ্যার দিকে উপজেলা সদরের খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মী আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করছিলেন।
তখন সাফায়েত গাজী নামে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করে পুলিশ।
তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এতে তাদের পাঁচ সদস্য আহত হন। তাছাড়া এক পুলিশ সদস্যকে স্থানীয় কর্মীরা অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে থানা থেকে আরো পুলিশ সদস্য ঘটনাস্থলে গেলে তারাও আওয়ামী লীগের তোপের মুখে পড়েন।
পরে ইউএনও মো. মঈনুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনেন।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আলিফ শাহারিয়ার বলেন, “৫ পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
ওসি খোরশেদ আলম বলেন, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও আছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।