হাতবোমাগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয় বলে জানায় পুলিশ।
Published : 29 May 2024, 11:04 PM
বরিশালের মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে পাওয়া তিনটি ব্যাগ থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল বোমাগুলো (ককটেল) উদ্ধারের পর নিষ্ক্রিয় করে বলে জানান মুলাদী থানার ওসি মো. জাকারিয়া।
পুলিশ জানায়, ২৬ মে বিকালে কলেজের পরিত্যক্ত ভবনে তিনটি ব্যাগে রাখা বোমার সন্ধান পায় পুলিশ। ঘূর্ণিঝড়ের কারণে হাতবোমাগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
ওসি জাকারিয়া বলেন, সিআইডির চার সদস্যের বোমা নিষ্ক্রিয় দলটি বুধবার বেলা ১২টার দিকে ঘটনাস্থলে যান। পরে তিনটি ব্যাগ থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি বলেন, দ্বিতীয় ধাপে ২১ মে মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন হয়। ভোট বানচাল করতে দুর্বৃত্তরা হাতবোমাগুলো সেখানে মজুত করেছিল বলে ধারণা করা হচ্ছে।