স্থানীয়রা তাকে সড়কে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়।
Published : 28 Jan 2025, 05:24 PM
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ির টাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার সুতাং বাইপাস রোড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ।
নিহত ২২ বছরের টিটক মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের কদ্দুস মিয়ার ছেলে।
ওসি দিলীপ কান্ত বলেন, সকালে মহাসড়কে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ি ওই মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী টিটক মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে সড়কে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।