প্রথমবার তালিকা থেকে প্রায় ১৬ লাখ মৃত ভোটার বাদ পড়ছে বলে জানান নির্বাচন কমিশনার।
Published : 10 Feb 2025, 08:16 PM
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্ততি নেওয়ার কথা বলেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, “কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোন বিকল্প নেই। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন মহলের সহায়তা দরকার। আগামী ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয়, সে লক্ষে প্রস্ততি নিচ্ছে কমিশন।”
সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আনোয়ারুল ইসলাম বলেন, সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে, পেছনে ফেরার সুযোগ নেই।
সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে বিষয়গুলো আসবে, সেগুলো বাস্তবায়ন করা হবে।”
তিনি বলেন, বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তালিকা করার সুবাদে এবার প্রথমবারের মত ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কারও কারচুপি করার সুযোগ থাকবে না।
সন্ধ্যায় ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসক কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দেন আনোয়ারুল ইসলাম।
সেখানে তিনি বলেন, “আমাদের ভালো একটা নির্বাচন এবং অতীতের গ্লানি মুছে ফেলতে কি কি করণীয় তা এক্সারসাইজ করে রেখেছি। সংস্কার প্রতিবেদন অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং তা অনুযায়ী কাজ করব।”
মানিকগঞ্জ জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী এবং জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।