এ নিয়ে গত দুদিনে গাজীপুর জেলায় অপারেশন ডেভিল হান্টে মোট ১৮১ জনকে গ্রেপ্তার করা হল।
Published : 10 Feb 2025, 02:22 PM
দেশজুড়ে চলা ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশের হাতে সাবেক সংসদ সদস্যসহ আরও ১০০ জন গ্রেপ্তার হওয়ার খবর মিলেছে।
এ নিয়ে গত দুদিনে গাজীপুর জেলায় অপারেশন ডেভিল হান্টে মোট ১৮১ জনকে গ্রেপ্তার করা হল।
রোববার রাতে দ্বিতীয় দিনের অভিযান চালায় পুলিশ। সোমবার সকালে গাজীপুর মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন।
গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রোববার রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান চালিয়ে ২১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
“এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।”
তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
অপরদিকে গাজীপুর মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন ৭৯ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হক।
তিনি বলেন, “টঙ্গী পূর্ব থানায় ১১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, গাছা থানায় ৬ জন ও পুবাইল থানায় ৫ জনসহ মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের পরিচয় মিলেছে।
তারা হলেন- টঙ্গী পূর্ব মোটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম (৩৮), গাজীপুর মহানগরের ৪৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আওলাদ (৪৫), গাজীপুর সিটির ৪৭ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. রুবেল (৩৫), ৪৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. আব্দুল মোমিন (৩০), গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার (৫০), গাছা থানা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুম্মন খান (৪১), গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম (৩৫), গাজীপুর সিটির ৩৯ নম্বর ওয়ার্ড থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হামিদ মোল্লা (৪৩) ও একই ওয়ার্ডের যুবলীগের ২ নম্বর আহবায়ক সদস্য আব্দুস সালাম (৩৫)।
সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন গাজীপুরে গ্রেপ্তার