গরমের মধ্যে পুকুরে রাখা গাছের গুঁড়িতে উঠে খেলছিল লিপন ও মেহেদী।
Published : 15 May 2024, 04:29 PM
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরে গাছের গুঁড়ি দিয়ে খেলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে বলে উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান।
নিহতরা হল- ওই এলাকার রাশেদের ছয় বছর বয়সি ছেলে লিপন এবং হাসান মাঈদুলের আট বছর বয়সি ছেলে মেহেদী হাসান।
স্থানীয়দের বরাতে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, গরমের মধ্যে পুকুরে রাখা গাছের গুঁড়িতে উঠে খেলছিল লিপন ও মেহেদী।
“খেলতে খেলতে এক সময় গাছের গুঁড়ির নিচে পরে যায় তারা। পানির নিচে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা টের পেয়ে ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।”
ওসি গোলাম মর্তুজা বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হবে।