বিএসএফের বাধায় বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের কাজ শুরু

“সীমান্তের দেড়শ গজের মধ্যে যে কোনো উন্নয়ন কাজ করার জন্য দুই দেশের সমন্বয়ের প্রয়োজন রয়েছে; যার জন্য কাজ বন্ধ ছিল।”

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 11:18 AM
Updated : 12 March 2023, 11:18 AM

রেলওয়ের আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পে ব্রাহ্মণবাড়িয়া অংশে বিএসএফের বাধায় আড়াই বছর বন্ধ থাকার পর পুনরায় কাজ শুরু হয়েছে।

রোববার বেলা ১১টায় কসবা রেল স্টেশনে বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ সুবক্তগীনের উপস্থিতিতে এ নির্মাণ কাজ শুরু হয়।

প্রকল্পের তথ্য মতে, ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন এই প্রকল্পের কাজ করছে। চলতি বছরের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবে। প্রকল্পের বেশিরভাগ কাজ শেষ হলেও বিএসএফের বাধায় ২০২০ সালের ৯ সেপ্টেম্বর থেকে কসবা রেল স্টেশন ও সালদা নদী অংশের কাজ বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের কূটনৈতিক পর্যায়েও সমস্যা সমাধানের চেষ্টা চলে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা রেলপথে বর্তমানের চেয়ে দ্বিগুণ ট্রেন চলাচল করতে পারবে; এতে সময় লাগবে কম।

বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, “সীমান্তের ১৫০ গজের মধ্যে যে কোনো উন্নয়ন কাজ করার জন্য দুই দেশের সমন্বয় প্রয়োজন রয়েছে। সেজন্যই কাজটি বন্ধ ছিল।

“বিষয়টি সমাধানের জন্য বিজিবির সকল পর্যায়ে আলোচনা হয়েছে। গত বছর প্রধানমন্ত্রীর ভারত সফরে এটি নিয়ে আলোচনা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কাজটি আবার শুরু করা হয়েছে।”