মাদারীপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, ৯ বছর পর গ্রেপ্তার ঢাকায়

রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন আল আমিন।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2023, 04:50 PM
Updated : 15 May 2023, 04:50 PM

নয় বছরেরও বেশি সময় পলাতক থাকার পর মাদারীপুরের হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া এক আসামি ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।

রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে আল-আমিন ওরফে তুফান শেখ (২৭) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে মাদারীপুর র‌্যাব-৮ এর কমান্ডার মুহতাসিম রসুল জানান। 

সোমবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবসা-বাণিজ্য নিয়ে মো. আল আমিনের সঙ্গে তার বৈমাত্রেয় ভাই সোহেল মল্লিকের (২৫) দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে ২০১৩ সালের ৮ অগাস্ট পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে নিজ বাড়িতে সোহেলকে কুপিয়ে হত্যা করেন আল আমিন।

পরে মরদেহ লেপ ও বস্তা দিয়ে মুড়িয়ে রেখে আত্মগোপনে চলে যান আল আমিন। এ ঘটনায় সোহেল মল্লিকের বাবা সিদ্দিক মল্লিক বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৮ সালের ১৪ মে এই মামলার প্রধান আসামি আল আমিনের মৃত্যুদণ্ড দেন মাদারীপুর জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ।

র‌্যাব কমান্ডার মুহতাসিম রসুল বলেন, রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন আল আমিন। সম্প্রতি তার পলাতক থাকার বিষয়টি নিয়ে র‌্যাব তদন্ত শুরু করে এবং যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে।

আল-আমিনকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।