আগামী ১ থেকে ৭ বৈশাখ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে হবে ৩৮তম বৈশাখী উৎসব।
Published : 05 Apr 2024, 10:30 PM
সাঁয়ত্রিশ বছরের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ায় এবারও সাহিত্য একাডেমি আয়োজন করতে যাচ্ছে সপ্তাহব্যাপি বৈশাখী উৎসব।
আগামী ১ থেকে ৭ বৈশাখ (১৪-২০ এপ্রিল) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে হবে ৩৮তম বৈশাখী উৎসব, উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
ইতোমধ্যে এ উৎসবের পোস্টার চূড়ান্ত হয়েছে। রিকশা আর্টের মাধ্যমে পোস্টারে আঁকা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী মোরগ লড়াইয়ের চিত্র। পোস্টারের নকশা করেছেন তরুণ শিল্পী শাহনাজ জাহান।
সাহিত্য একাডেমির প্রশিক্ষণ বিভাগের সাবেক শিক্ষার্থী শাহনাজ পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতকোত্তর করেছেন এবং বর্তমানে একটি বেসরকারি টেলিভিশনে এনিমেটর হিসেবে কর্মরত।
শাহনাজ জাহান বলেন, "ছোটবেলা থেকেই সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের জন্য আমরা অপেক্ষায় থাকতাম। এ উৎসবের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়ও অংশ নিয়েছি। এবার সেই উৎসবেরই পোস্টার নকশা করতে পেরে ভালো লাগছে।
"ঢাকার রিকশা ও রিকশা পেইন্টিং জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। আর মোরগ লড়াই তো ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী খেলা। গ্রামের বান্নি বা মেলায় মোরগ লড়াই হত অন্যতম আকর্ষণ। তাই পোস্টারে রিকশা পেইন্টিংয়ে মোরগ লড়াইকেই তুলে ধরেছি।"
সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন বলেন “আমাদের সংগঠনে শিশু শিক্ষার্থী হিসেবে এসেছিল শাহনাজ। সে এখন বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে একটি টেলিভিশনে কাজ করছে। এবার বৈশাখী উৎসবের জন্য পোস্টার এঁকেছে, শাহনাজের আঁকা পোস্টারটি আমাদের জন্য আনন্দের।"
সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন বলেন, "বাংলা বর্ষবরণে ৩৭ বছরের ধারাবাহিকতায় এবার হচ্ছে আমাদের ৩৮তম বৈশাখী উৎসব। সপ্তাহব্যাপি এ আয়োজন ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এবার ভালো লাগছে আমাদেরই সংগঠনের একজন তরুণ শিল্পী উৎসবের জন্য পোস্টার এঁকেছেন।"