আহত বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
Published : 01 Apr 2023, 09:56 AM
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাটিবাহী ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
শুক্রবার রাত ৯টার দিকে কার্পাসডাঙ্গা আরামডাঙ্গা মধুরচারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হাসান।
নিহত মোহাম্মাদ মঈনুদ্দীন (৩০) কার্পাসডাঙ্গা সুবলপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
এসআই ইমরান জানান, রাতে কার্পাসডাঙ্গা মুজিবনগর সড়কের আরামডাঙ্গা মধুরচারা বটতলায় মোটরসাইকেল ও দ্রতগামী মাটি ভর্তি ট্রাক্টরের মধ্যে সংঘর্ষ হয়।
“এতে পথচারী ও মোটরসাইকেলের দুই আরোহী মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক মঈনুদ্দীনকে মৃত ঘোষণা করেন।”
আহত বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান এসআই ইমরান।