ওসি নূর-এ আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Published : 31 Mar 2023, 07:42 PM
নওগাঁর মান্দায় ‘নির্মাণাধীন সেতু থেকে পড়ে’ এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার জোতবাজার খেয়াঘাটে এ ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী বলেন।
নিহত আনোয়ার হোসেন (৫৮) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের বাসিন্দা।
তার সহকর্মী শাহিন আলম জানান, জোতবাজার খেয়াঘাটে নির্মাণাধীন সেতুর সাটারিংয়ের কাজ করছিলেন আনোয়ার। এ সময় অসাবধানতাবশত: সেতু থেকে তিনি নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি নূর-এ আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।