নিখোঁজের একদিন পর গ্রামের একটি পুকুর পাড় থেকে ওই চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
Published : 09 Feb 2024, 05:21 PM
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ইজিবাইক।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক মো. আব্দুল মালিক বলেন, এখনও অভিযান চলমান রয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম-পরিচয় বলা যাচ্ছে না।
নিহত আতাউর রহমান (৫৫) উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়ারি গ্রামে একটি পুকুর পাড় থেকে আতাউরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাটি তদন্তে মাঠে নামে পিবিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
স্বজনরা জানান, বুধবার রাতে আতাউর ইজিবাইক (টমটম) নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে গ্রামের একটি পুকুর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: