পুলিশের ধারণা, ইজিবাইক ছিনতাইয়ের পর তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।
Published : 08 Feb 2024, 01:14 PM
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়ারি গ্রামে একটি পুকুর পাড়ে লাশটি পাওয়া যায় বলে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার দাশ জানান।
নিহত আতাউর রহমান (৫৫) ওই উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়দের বরাতে পরিদর্শক অজিত কুমার বলেন, রাতে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আতাউর আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুজি করেও তাকে পায়নি।
তিনি বলেন, সকালে ওই গ্রামের একটি পুকুর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
“আতাউরের ইজিবাইকটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের পর তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।”
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।