তিনি ট্রাক প্রতীকের প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর সমর্থক ছিলেন।
Published : 08 Jan 2024, 07:36 PM
নেত্রকোণা-৩ আসনে আটপাড়ায় নির্বাচনের বিজয় মিছিলে নৌকার সমর্থকদের হামলায় আহত যুবক হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আমীনের মৃত্যু হয় বলে আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান।
২৫ বছর বয়সী নুরুল আটপাড়ার দেওগাও গ্রামের নুরুল আমীনের ছেলে।
ওসি বলেন, “একটি কেন্দ্র থেকে ট্রাক প্রতীকের প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর জয়ের খবর এলে বিজয় মিছিল বের করেন নুরুলসহ কয়েকজন সমর্থক। এ সময় দেওগাও গ্রামের রাস্তায় নৌকা প্রতীকের প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থকেরা মিছিলে হামলা করলে নুরুল কয়েকজন আহত হন।
“স্বজনরা নুরুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”
এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।