কাদের কাছ থেকে জব্দ করা হয়েছে চারটি অবৈধ মোটরসাইকেল।
Published : 04 Oct 2024, 03:35 PM
বরিশালের উজিরপুরের মেজর এমএ জলিল সেতু থেকে ‘মদ্যপ’ অবস্থায় ১২ তরুণকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় চারটি অবৈধ মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান।
আটকরা হলেন- মো. মেহেদী হাসান, মো. শাওন, মোহাম্মদ উৎসব, মোহাম্মদ সৈকত হাসান, মো. মেহেদী হাসান, মো. সাব্বির হোসেন, মো. আরমান সিন্দিত নাহিয়ান সাহাব, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, মো. আব্দুল্লাহ আকাশ, মোহাম্মদ ফেরদৌস।
বরিশাল নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এই তরুণদের বয়স ২০ থেকে ২২ বছর।
অভিযানে নেতৃত্ব দেওয়া উজিরপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত বলেন, বৃহস্পতিবার রাতে সেনাবহিনীর একটি টহল দল উজিরপুর এলাকার এমএ জলিল সেতুর উপর দিয়ে যাচ্ছিল। এ সময় সেতুর উপর ১২ তরুণকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। তাদের কাছ থেকে চারটি অবৈধ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পরে তাদের আটক করে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, এমএ জলিল সেতুর উপর প্রায় রাতেই মাদকসেবীরা এসে আড্ডা দেয়। সেনাবাহিনীর এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন তারা।
ওসি মো. মিজানুর রহমান বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তার তরুণদের আদালতে পাঠানো হয়েছে।