টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার

গোপন সংবাদে বিজিবি অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করলেও পাচারকারি পালিয়ে যায়।

টেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2022, 06:47 AM
Updated : 27 Nov 2022, 06:47 AM

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার মূল্যের ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। 

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেলশেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, রোববার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সংলগ্ন নাফনদী এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করেন তারা।

তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

শেখ খালিদ বলেন, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের গোপন সংবাদে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায় নাফ নদীর কিনারায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখে তাকে ধাওয়া করা হয়। এ সময় ওই ব্যক্তি একটি প্লাস্টিকের ব্যাগ হাত থেকে ফেলে নাফ নদী সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ওই প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানান। 

তিনি বলেন, উদ্ধার করা ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। আইনী পক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হবে।