পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় অমিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 10 Jun 2024, 09:52 PM
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় পথচারীসহ দুইজনের মৃত্যু হয়েছে; এ সময় আরও একজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের উপজেলার রুহিতার পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন জানান।
নিহতরা হলেন- সিলেট নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাবলিগ জামাতের সদস্য মো. নুরুজ্জামান (৬০) এবং বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের গিলাতলী এলাকার বাসিন্দা ফরিদ মাঝির ছেলে সাগর মাঝি (১৮)। সাগর বাকেরগঞ্জের বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ওসি আফজাল বলেন, সাগর ও তার বন্ধু অমি মোটরসাইকেলে করে লেবুখালী থেকে বাকেরগঞ্জের উদ্দেশে আসছিলেন। বেপরোয়া গতির মোটরসাইকেলটি ওই এলাকায় পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া পথচারী নুরুজ্জামান সমানে পড়ে।
“তখন মোটর সাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে নুরুজ্জামানকে চাপা দিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলে পথচারী ও মোটরসাইকেলের চালক সাগরের মৃত্যু হয়।”
অমিকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।