তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Published : 04 Nov 2024, 11:54 AM
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক এক কয়েদিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শহরেরর সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে রোববার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. আব্দুল হাই চৌধুরী জানান।
গ্রেপ্তার ফজু মিয়া (৫৬) শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে।
র্যাব কর্মকর্তা আব্দুল হাই জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ অগাস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার মানুষ আক্রমণ করে। এ সময় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ হাজতি ও কয়েদিকে পালাতে সহায়তা করে।
এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় ওই কয়েদিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার কয়েদিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।