এছাড়া আরও চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
Published : 20 Oct 2024, 12:34 AM
নাটোরে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে; আহত হয়েছেন তার স্ত্রী।
শনিবার রাত ৯টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান, সদর থানার ওসি মো. মাহাবুর রহমান।
শহরের কালেক্টরেট স্কুলের পাশের এলাকার বাসিন্দা নিহত মো. সুমন আহমেদ (৩২) নাটোর ব্র্যাক ব্যাংক শাখার ক্যাশ অফিসার ছিলেন। এ ছাড়া তিনি নাটোর জেলার সাবেক ডিসি মো. শামীম আহমেদের ছোট ভাই।
দুর্ঘটনায় আহত সুমনের স্ত্রী ফারিয়াতুল রিসার (২৫) অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আরও চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি মাহাবুব।
স্থানীয়দের বরাতে ওসি মাহাবুর রহমান বলেন, স্ত্রীকে নিয়ে সুমন আহমেদ মাদ্রাসা মোড়ের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বগুড়া রোডের দিক থেকে একটি ডাম্প ট্রাক এসে তাদেরসহ একটি ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।
চাকার নিচে পড়ায় ঘটনাস্থলেই সুমন আহমেদ নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রীসহ পাঁচজন।
স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে চারজনকে স্থানীয় হাসপাতালে এবং গুরুতর আহত সুমনের স্ত্রী রিসাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সুমন আহমেদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে ও চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান, ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে, নাটোর শহরের কেন্দ্রবিন্দুতে এমন দুর্ঘটনায় মাদ্রাসা মোড়ে শত শত মানুষ জড়ো হন। শহরের মধ্যে দ্রুত গতিতে ট্রাক ও বাস চলাচলের বিরুদ্ধে কথা বলেন অনেকেই।
ফুলবাগান এলাকার বাসিন্দা বেলাল হোসেন বলেন, “বালুর ট্রাক ও ঢাকাগামী বাসগুলো রাতে খুব গতিতে শহরের মধ্যে চলে।“
শহরের মধ্যে দিয়ে দূরপাল্লার যান চলাচল বন্ধের দাবি জানান নাটোরের ওই বাসিন্দা।