ঢাকা থেকে ছেড়ে আসা স্লিপার কোচটি ঠাকুরগাঁও যাচ্ছিল।
Published : 06 Dec 2024, 11:56 AM
দিনাজপুরের বীরগঞ্জে ধানবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে গাড়ি দু’টির চালকসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন বাসের কমপক্ষে ১২ যাত্রী।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জের চাকায় জাদু মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক শহিদুল ইসলাম।
হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস কর্মর্তা শহিদুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি স্লিপার কোচ ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে বিপরীতমুখি একটি ধানবোঝাই ট্রাকের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই দুই গাড়ির চালক এবং একজন যাত্রী নিহত হয়। আহত হয় কমপক্ষে ১২ জন যাত্রী।”
খবর পেয়ে ঠাকুরগাঁও এবং বীরগঞ্জ ফায়ার সার্ভিস টিম উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দিনাজপুর মেডিকেলে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। বেলা ১১টার পর যান চলাচল স্বাভাবিক হয়।