রোববার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন ইনু।
Published : 26 Nov 2023, 07:25 PM
১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে আবারও নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
রোববার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের কাছে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন ইনু।
এদিনই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন ফাঁকা রেখে মোট ২৯৮টি আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন। ফাঁকা আসনের একটি হলো কুষ্টিয়া-২; যার বর্তমান সংসদ সদস্য হাসানুল হক ইনুর। আরেকটি নারায়ণগঞ্জ-৫ (বন্দর উপজেলা ও নারায়ণগঞ্জ সদরের অংশ) আসন। জাতীয় পার্টির নেতা সেলিম ওসমান এখানকার সংসদ সদস্য।
জাসদ সভাপতির আসনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা না করলেও ১৪ দলীয় জোটের আরেক শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের নাম ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার দিনই কুষ্টিয়া-২ আসন থেকে আবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের আশা প্রকাশ করেন ইনু।
তিনি বলেন, “প্রতিপক্ষ জোট থাকুক আর না থাকুক, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। ওবায়দুল কাদের কী বলেছেন, সেটা তিনিই ভালো জানেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন, ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে।
“প্রয়োজন হলে আওয়ামী লীগের প্রতীক নৌকা শরিক দলের প্রার্থীরা ব্যবহার করতে পারবে বলেও ওই চিঠিতে বলা আছে।”
মিরপুর-ভেড়ামারা উপজেলার স্থানীয় জাসদের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।