“এখানে সৌহার্দ্য যেন বিনষ্ট না হয়, হিন্দু-মুসলমান বা অন্যান্য ধর্মের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সে দায়িত্ব আমাদের।”
Published : 14 Aug 2024, 02:53 PM
আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক নাটক সাজিয়ে বিভিন্ন ধরনের প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “তারা ওই পারে দেখাতে চায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকেরা নির্যাতিত হচ্ছে। তবে দুই একটা ঘটনার কিছু হতে পারে। কিন্তু আমাদের দলের লোকেরা সবসময় এসব বন্ধে কাজ করে যাচ্ছে।”
বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “কয়েকদিন আগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বর্ডার এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে বলে খবর ছড়িয়েছে। কিন্তু আমি খবর নিয়ে দেখেছি- এটা ছিল আওয়ামী লীগের সাজানো নাটক। কারণ যারা চলে যেতে ধরেছিল তাদের হাত কোনো কিছু ছিল না।তাদের সঙ্গে পরিবার-পরিজন কেউ ছিল না।”
তিনি বলেন, “আমি আপনাদের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মানুষদের অনুরোধ করব- আপনারা গুজবে কান দেবেন না বা কারও দ্বারা প্রভাবিত হবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে নিয়েই আমরা কাজ করি; আপনাদের সঙ্গে নিয়েই আমরা কাজ করতেই থাকব।
“এখানে সৌহার্দ্য যেন বিনষ্ট না হয়, হিন্দু-মুসলমান বা অন্যান্য ধর্মের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সে দায়িত্ব আমাদের।”
নিজ দলের নেতাকর্মীদর হুঁশিয়ারি দিয়ে বিএনপির মহাসচিব ফখরুল বলেন, “যদি প্রমাণ করা যায় কোনো হামলা কিংবা কোনো নাশকতায় আমাদের দলের কেউ জড়িত আছে, আমি ডিসি-এসপিদের বলছি তারা তাদের ব্যবস্থা নেবেন। সেইসঙ্গে আমরা দল থেকে সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করে দেব। এর মধ্যে আমরা এটা করেছিও। কোনো ছাড় হবে না। “
সাংবাদিক ও ছাত্রসমাজকে ধন্যবাদ জানিয়ে মহাসচিব বলেন, “এই আন্দোলনে ঠাকুরগাঁওসহ সারা দেশে ছাত্ররা সব থেকে বড় ভূমিকা রেখেছে। তাদের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা সাহসের সঙ্গে সংবাদগুলো প্রচার করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই।”
সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস উপস্থিত ছিলেন।
রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বেলা পৌনে ২টায় রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি।
কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরে জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ উন নবী ডনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মির্জা ফখরুলের সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন।