পুলিশ জানায়, দাম্পত্য কলহের জেরে ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে সুলেখার গলা কেটে হত্যা করেন রব মিয়া।
Published : 23 Apr 2025, 06:36 PM
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান।
নিহত সুলেখা বেগম (৩২) উপজেলার কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের মো. আব্দুলের মেয়ে।
গ্রেপ্তার রব মিয়াকে (৫০) নারান্দি গ্রামের বাসিন্দা। এলাকায় তার একটি ফার্নিচারের দোকান রয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি এনায়েত বলেন, “এ দম্পতির চার সন্তান রয়েছে। ঘটনার সময় তারা কেউই বাড়িতে ছিলেন না। দাম্পত্য কলহের জেরে তাদের মধ্যে সকালে ঝগড়া হয়।
“এর জেরে ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে স্ত্রীর সুলেখার গলা কেটে হত্যা করেন রব মিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবকে গ্রেপ্তার করে। বাসা থেকেই ছুরিটি উদ্ধার করা হয়েছে।”
এই ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।