বগুড়া থেকে ঈদ করতে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন তারা।
Published : 28 Mar 2025, 01:09 PM
কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা বাইপাস সড়কে বালুবোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার ছেলে নিহত হয়েছেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের কোর্টপাড়া গোসালা রোডের বাসিন্দা আব্দুল সিদ্দিকের স্ত্রী ইতি খাতুন (৩০) ও ছেলে আহনাফ সিদ্দিকী (৩)।
এ দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক আব্দুল সিদ্দিক কর্মসূত্রে বগুড়া থাকতেন। সেখান থেকে ঈদ করতে কুষ্টিয়া শহরে ফিরছিলেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, “সকালে সড়ক দুর্ঘটনায় সিদ্দিক নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।”
প্রত্যক্ষদর্শী অটোরিকশা আরোহী মিজানুর বলেন, “আমি ভেড়ামারা থেকে অটোরিকশায় করে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলাম। পথে বাইপাস মোড়ের আগে একটি বালুবাহী ট্রাক বেপরোয়া গতিতে আমাদের অটোরিকশা ওভারটেক করে কালো ধোঁয়া উড়িয়ে দ্রুত গতিতে চলে যায়।
“পরে মোড়ে গিয়ে দেখি, একটি মোটরসাইকেল উল্টে তিনজন রাস্তার ওপর পড়ে আছেন। তাদের মধ্যে নাকি একজন নারী ও বাচ্চা দুইজন মারা গেছে।”
এসআই জয়দেব বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কিন্তু নিহতদের স্বজনদের আপত্তির কারণে ময়নাতদন্ত ছাাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে আটক করতে পারেনি বলে জানান তিনি।