অলিপুর এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে সহস্রাধিক অবৈধ স্থাপনা।
Published : 20 Oct 2023, 07:25 PM
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মহাসড়কের পাশে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর শিল্প এলাকায় এ অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ ভূঞা।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ও পুলিশ।
সওজ জানায়, অলিপুর এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে সহস্রাধিক অবৈধ স্থাপনা। এসব স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেয় প্রশাসন। তবে উচ্ছেদের আগে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরানোর জন্য এলাকায় মাইকিং করে সওজ।
সহকারী কমিশনার (ভূমি) নাহিদ জানান, জনস্বার্থে এমন অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]