ঈদ জামাত বিষয়ে আলোচনা করতে শুক্রবার রাতে তারাবির নামাজের পর দুই পড়ার মুরুব্বিয়ানরা পশ্চিম পাড়া জামে মসজিদে জড়ো হন।
Published : 29 Mar 2025, 10:43 AM
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের জামাত নিয়ে বাগবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন।
নিহত আব্দুল কাইয়ুম (৫০) সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া এলকার মৃত মওদুদ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়- সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিম পাড়ার অধিকাংশ লোকজন প্রকিবছর দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত একটি ঈদগাহে ঈদের জামাত আদায় করেন।
এবারের ঈদ জামাত বিষয়ে আলোচনা করতে শুক্রবার রাতে তারাবির নামাজের পর দুই পড়ার মুরুব্বিয়ানরা পশ্চিম পাড়া জামে মসজিদে জড়ো হন। এ সময় আব্দুল কাইয়ুমের সঙ্গে কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়ার (৩২) বাকবিতণ্ডা হয়।
ওসি মো. কামাল হোসেন বলেন, “এই বাকবিতণ্ডার জের ধরে মসজিদের বাহিরে এলে আব্দুল কাইয়ুমকে ছুরিকাঘাত করেন মোজাহিদ মিয়া।”
পরে স্থানীয়রা আহত আব্দুল কাইয়ুমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, আব্দুল কাইয়ুমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি কামাল হোসেন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”