সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল বন্ধ

ট্রেনের লাইন পরিবর্তন করার সময় দুটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে জানায় পশ্চিমাঞ্চল রেল বিভাগ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2023, 11:50 AM
Updated : 5 May 2023, 11:50 AM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল।

তবে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিকালে বীরবল মণ্ডল জানান, মালবাহী একটি ট্রেন উল্লাপাড়ায় আসার পর কিছু পণ্য খালাস করা হয়। লাইন পরিবর্তন করার সময় স্টেশনের পশ্চিমে তিন নম্বর লাইনের ওপর দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

“এ ঘটনার পর থেকে এ রেলপথে সকল প্রকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে পাকশীতে খবর দেওয়া হয়েছে।”

সবশেষ খবর অনুযায়ী বিকাল ৫টা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধারকারী কোনা ট্রেন পৌঁছায়নি বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় জানায়।

এ ঘটনার পর উল্লাপাড়ার পশ্চিমে শরৎনগর স্টেশনে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’, ঈশ্বরদীতে খুলনা থেকে ঢাকাগামী ‘চিত্রা এক্সপ্রেস’, লাইড়িমোহনপুর স্টেশন কলকাতা থেকে ঢাকাগামী ‘মৈত্রী এক্সপ্রেস’ এবং পূর্বদিকে জামতৈল স্টেশনে ঢাকা থেকে দিনাজপুরগামী ‘একতা এক্সপ্রেস’সহ দুই পাশে কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে বিড়ম্বনায় পড়েছেন শত শত যাত্রী।