এ ঘটনায় নিহতের বাবাকে আটক করেছে পুলিশ।
Published : 18 Jun 2023, 05:41 PM
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘বাবার ইটের আঘাতে’ ছেলের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার ফুলবাড়ি-বরিন্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান।
নিহত জিয়ারুল ইসলাম (৪০) ওই গ্রামের জয়নুদ্দিনের ছেলে।
এ ঘটনায় জয়নুদ্দিনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহবুবুর জানান, জিয়ারুল তার বাবার কাছ থেকে একটি জমি কেনেন। বাবা আরও জমি বিক্রির কথা বলে ছেলের কাছ থেকে অগ্রিম ৪৩ হাজার টাকা নেন। এ নিয়ে সকালে বাড়িতে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জয়নুদ্দিন ছেলের পেটে ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান জিয়ারুল।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।