চাঁদপুরে কবুতরের খাঁচায় বিদ্যুৎস্পৃষ্ট, বৃদ্ধ দম্পতির মৃত্যু

বিড়ালের উৎপাত কমাতে কবুতরের খাঁচার দুই পাশে বিদ্যুতের তার জড়িয়ে দেওয়া হয়।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2023, 04:24 PM
Updated : 2 June 2023, 04:24 PM

চাঁদপুরের হাজীগঞ্জে ‘বিড়ালের উৎপাত কমাতে’ কবুতরের খাঁচায় দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধ দম্পতি প্রাণ হারিয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে মিজি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিজি বাড়ির ৭০ বছর বয়সি মো. মমিন মিজি ও তার স্ত্রী ৬০ বছর বয়সি নুরজাহান বেগম।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, মমিন মিজি বাড়িতে কবুতর পালেন। কবুতরের বাচ্চা প্রায় সময় বিড়াল খেয়ে ফেলায় উৎপাত কমাতে খাঁচার দুই পাশে বিদ্যুতের তার জড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, দুপুরে কবুতর দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান মমিন মিজি। দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী নুরজাহানও বিদ্যুতায়িত হন।

“বাড়ির লোকজন তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনের মৃত্যু হয়েছে বলে জানান।”

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।