আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 07 Dec 2023, 03:25 PM
কক্সবাজারের রামু উপজেলায় ছয়টি হাতি লোকালয়ে প্রবেশ করেছে। হাতির আক্রমণে আহত হয়েছেন এক নারীসহ দুইজন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার পশ্চিম গনিয়াকাটায় হাতিগুলোকে দেখা যায়।
এরপর এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন হাতি দেখতে ঘটনাস্থলে ভিড় করতে শুরু করে। হাতির দল বনে ফেরাতে বনবিভাগ, পুলিশ, র্যাব ও বিজিবিসহ স্থানীয় প্রশাসনের লোকজন ইতোমধ্যে কাজ শুরু করছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, তারা হাতির দলটিকে নিরাপদে ফেরাতে চেষ্টা করছেন।
এদিকে হাতির আক্রমণে আহত দুইজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান জানিয়েছেন।
আহতরা হলেন-কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার পশ্চিম গনিয়াকাটায় এলাকার মোহাম্মদ উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪৫) ও লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ জুনাইদ (২০)।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, “হাতির পালে দুটি বাচ্চাসহ মোট ছয়টি হাতি দেখা গেছে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত হাতিগুলো লোকালয়েই অবস্থান করছিল। হাতি দেখতে বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছে।
“এতে হাতিগুলো আরও ভীতু হয়ে পড়েছে।”
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, “হাতির পাল দেখতে জড়ো হওয়া উৎসুক লোকজনদের কারণে কাজ করতে একটু বেগ পেতে হচ্ছে। আমরা মাইকিং করেছি, লোকজন সরে গেলে হাতিও তাদের নির্দিষ্ট স্থানে চলে যাবে বলে আমরা আশা করছি।”