‘পথে নামো, কন্ঠে ধরো- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
Published : 06 Sep 2024, 04:56 PM
সমবেত কণ্ঠে গেয়ে জাতীয় সংগীত নিয়ে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশে উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সংসদ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি থেকে এই প্রত্যয় ব্যক্ত করে সাংস্কৃতিক সংগঠনটির শিল্পী-নেতাকর্মীরা।
‘পথে নামো, কন্ঠে ধরো- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক সাগর পাল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি এম জিসান বখতিয়ারসহ রাঙামাটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংগীতকে ‘স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থি’ আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী।
তিনি প্রশ্ন তোলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও। বাহাত্তরের সংবিধান ‘বৈধ নয়’ মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়ন করারও দাবি জানান সেনাবাহিনীর সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল।
এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল প্রতিবাদ জানান অনেকে। এরই প্রেক্ষিতে সম্মিলিত কণ্ঠে এই জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি ঘোষণা করে উদীচী।
রাঙামাটিতে অনুষ্ঠিত কর্মসূচিতে উদীচীর জেলা সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, “লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় সংগীত নিয়ে একটি গোষ্ঠী নানা ধরনের ষড়যন্ত্র ও তালবাহানা শুরু করেছে। গোষ্ঠীটি জাতীয় সংগীত, জাতীয় পতাকা পরিবর্তন করা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মূল সুরকে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত।”
উদীচী এই ষড়যন্ত্রের প্রতিবাদ ও রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করছে জানিয়ে তিনি বলেন, “জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আজ পথে নেমেছি। সারা দেশের মানুষ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হয়েছে।”
রাঙামাটি পার্বত্য জেলার অধিবাসীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আপনারাও এই প্রতিবাদে শামিল হোন এবং জাতীয় সংগীতের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাঁড়ান।”