সন্ধ্যায় একটি চা স্টলের পেছনে ক্যারাম খেলার সময় কয়েকজন বন্দুকধারী তাকে গুলিতে হত্যা করে।
Published : 26 Oct 2022, 11:03 PM
পাবনার আটঘরিয়ায় একদল হামলাকারী এক যুবককে গুলি করে হত্যা করেছে, যাকে চরমপন্থি বলছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় একদন্তে ওলির মোড়ে এ হামলা হয় বলে স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে।
নিহত আবু মুছা (৪০) একদন্তে ইউনিয়নের চাঁচকিয়া দিয়ারপাড়ার ওলিউল্লহর ছেলে।
একদন্তে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল জানান, সন্ধ্যার দিকে একদন্তে ওলির মোড়ে একটি চা স্টলের পেছনে ক্যারাম খেলছিলেন মুছা।
“এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।”
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ধারণা করা হচ্ছে চরমপন্থি সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।