ভোমরা স্থলবন্দরে ছয় সোনার বারসহ যুবক আটক

আটক শুভংকর সোনা নিয়ে ভারতে যাওয়ার জন্য স্টেশন এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2023, 04:27 PM
Updated : 17 March 2023, 04:27 PM

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ছয়টি সোনার বারসহ ভারতগামী এক যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুক্রবার বিকালে ভোমরা শুল্ক স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ভোমরা ইমিগ্রেশন পুলিশের এসআই মাজরিহা হোসাইন।

আটক ২৫ বছর বয়সী শুভংকর কুমার পাল নড়াইলের কালিয়া থানার মাওলি গ্রামের বিকাশ কুমার পালের ছেলে।

যশোর শুল্ক গোয়েন্দা শাখার বরাতে এসআই মাজরিহা হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা শুল্ক স্টেশনে অভিযান চালিয়ে সন্দেহভাজন শুভংকর কুমার পালকে আটক করা হয়।

“এ সময় তার দেহ তল্লাশি করে প্রতিটি ৬০০ গ্রাম ওজনের ৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় ৪৬ লাখ ৩০ হাজার টাকা।”

তিনি আরও জানান, শুভংকর সোনা নিয়ে ভারতে যাওয়ার জন্য স্টেশন এলাকায় অবস্থান করছিল।

ভোমরা স্থলবন্দরে সোনা উদ্ধারের খবর শোনার কথা জানিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহান ফকরুল আলম খান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ আসেন নাই।