চিকিৎসক জানান, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Published : 29 Apr 2024, 06:36 PM
নরসিংদীর পলাশ উপজেলায় ধান কাটার সময় গরমে অসুস্থ হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ঘোড়াশাল এলাকায় এ ঘটনা ঘটে পলাশ থানার ওসি ইকতিয়ার উদ্দিন জানান।
মৃত মানিক মিয়ার (৫০) বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা থানায়।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা পলাশ দাস বলেন, তাকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।
অন্য দিনমজুরদের বারতে চিকিৎসক জানান, দুপুরে ১০ জন দিনমজুর মিলে ঘোড়াশালের একটি জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড তাপদাহে মানিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার সহকর্মীকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা এই চিকিৎসকের।