যশোর টাউন হল ময়দানে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
Published : 18 Dec 2024, 10:28 PM
বাংলাদেশের মানুষের মধ্যে সম্প্রীতি রয়েছে, এদেশে কোনোদিন দাঙ্গা বাঁধানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেছেন, “কুৎসা রটিয়ে, গোয়েবলসীয় নীতি ফলো করে কোনো দেশে দাঙ্গা বাঁধানো যায় না। বাংলাদেশে কোনোদিন দাঙ্গা হবে না। আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। যেমন গঙ্গা-যমুনা, তেমনি আমাদের বাংলাদেশে মুসলমান-হিন্দু ভাই ভাই, এটাই আমাদের সম্প্রীতি।”
মঙ্গলবার বিকালে যশোর টাউন হল ময়দানে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা বলেন, “বাংলাদেশের সাত কোটি মানুষ নয় মাস যুদ্ধ করে এ দেশের স্বাধীনতা এনেছে। আর ভারত এদেশের জনগণের বিজয়কে তাদের বলে দাবি করে। এদেশে সাত কোটি মানুষ যে যুদ্ধ করেছে সেই যুদ্ধ আজ বেহাত হয়ে গেছে শুধু আওয়ামী লীগের দোষে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা লাগে এদেশে বিজয় যখন ভারত তাদের বলে দাবি করে শুধু আওয়ামী লীগের জন্য।”
সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যদি কেউ সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন তাহলে সাবধান হয়ে যান। বিএনপি এখনও ক্ষমতায় আসেনি। বিএনপির ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটের দরকার আছে। আপনারা মানুষের কাছে যান তাহলেই মানুষ আপনাদের প্রতি আস্থা আনবে।”
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য প্রকৌশলী টি এস আইয়ূব, আবুল হোসেন আজাদ, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।