Published : 02 May 2025, 06:08 PM
যশোরের বেনাপোল সীমান্তের একটি ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল ও সাতটি গুলি উদ্ধার করার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শুক্রবার দুপুরে গোপন সংবাদে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে মেইন পিলার ২৫/১-এস এর ২১টি থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলেপাড়া এলাকা থেকে টহল দল পিস্তল-গুলি উদ্ধার করে বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
এ ঘটনায় কাউকে আটক সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, উদ্ধার অস্ত্র-গুলি মামলার মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।