পুলিশ বলছে, গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাটখিল থানায় আগুন ধরিয়ে দেয় একদল দুষ্কৃতকারী।
Published : 08 Dec 2024, 06:12 PM
নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। যেগুলো একটি খালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে দাবি পুলিশের।
রোববার বিকাল ৪টার দিকে চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশনী টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে বুলেটগুলো উদ্ধার করা হয় বলে চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান।
তিনি বলেন, গোপন সংবাদে রণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ব্রিজের নিচে খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৬৬টি চায়না রাইফেলের বুলেট, একটি ম্যাগাজিন ও একটি ওয়্যারলেস ব্যাটারি উদ্ধার করে।
পুলিশ বলছে, গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাটখিল থানায় আগুন ধরিয়ে দেয় একদল দুষ্কৃতকারী। এ সময় থানা থেকে অস্ত্র-গোলা-বারুদও লুট হয়।