রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার খবর

ওসি বলেন, “বিষয়টি আমরাও শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।”

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2022, 08:15 AM
Updated : 7 Dec 2022, 08:15 AM

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের এক সংগঠককে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের রাঙিপাড়া বড়পুল পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছে পুলিশ।

নানিয়ারচর থানার ওসি সুজন হাওলাদার বলেন, “বিষয়টি আমরাও শুনেছি। ঘটনাস্থল উপজেলা থেকে দুর্গম এলাকায়। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।”

“তারা সেখানে গিয়ে কোনো মৃতদেহ পায়নি। তারা খুঁজতেছে, পেলে আমরা জানাতে পারব।”

প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ দাবি করেছে, নিহত সুবাহু চাকমা ওরফে গিরি চাকমা (৫৫) নানিয়াচর উপজেলার এগারেল ছড়ার মৃত বিরাজ মোহন চাকমার ছেলে।

সংগঠনটির অন্যতম সংগঠক অংগ্য মারমা সাংবাদিকদের বলেন, “সকালে সাংগঠনিক কাজে বের হওয়ার সময় ইউপিডিএফের (সংস্কারপন্থি) ‘মুখোশ বাহিনী’ তার উপর হামলা চালায়। তিনি সেখানে মারা গিয়েছেন বলে জেনেছি আমরা।”

তবে ইউপিডিএফ (সংস্কারপন্থি) নানিয়ারচর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা জ্ঞান চাকমা বলেন, “বিষয়টি আমিও শুনেছি। তবে কেন তারা আমাদের দায়ী করছে বুঝতে পারছি না। বিষয়টি তাদের মধ্যে অন্তঃকোন্দলও হতে পারে।”