তার কাছ থেকে ৭১০টি ইয়াবা, দুটি গুলি, মাদক বিক্রির ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
Published : 06 Feb 2025, 09:28 AM
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি বাড়ি থেকে গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকালে উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয় বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান।
গ্রেপ্তার মো. নুরুল গনি (৪৩) ওই এলাকার আজিজ মহুরীর বাড়ির প্রয়াত নুরুল আবসার সেন্টুর ছেলে।
তার কাছ থেকে ৭১০টি ইয়াবা, দুটি গুলি, মাদক বিক্রির ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, গনি মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার ও ত্রাস সৃষ্টির জন্য অস্ত্র নিয়ে ঘুরাফেরা করতেন। তার বিরুদ্ধে মাদক আইন ও বিস্ফোরক আইনে মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে দুটি মামলা করেছেন। আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।