এ ঘটনায় আহত এক কিশোর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে বলে জানায় পুলিশ।
Published : 15 Jun 2024, 04:36 PM
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অটোরিকশা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারীর প্রাণ গেছে; এতে আহত হয়েছে এক কিশোর।
শনিবার দুপুরে উপজেলার রহমতপুর সেতুর ঢালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
নিহত স্বপ্না বেগম (৫০) মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের মো. হারুন অর রশিদের স্ত্রী।
আহত মশিউর রহমানকে (১৮) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাবুগঞ্জের পাংশা গ্রামের মজিবর রহমান সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পরিদর্শক লোকমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বামী-সন্তানের সঙ্গে স্বপ্না বেগম ইজিবাইকে করে বাবুগঞ্জের রহমতপুরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ইজিবাইকের যাত্রী স্বপ্না বেগম মাথায় আঘাত পান। এ ছাড়া অপর যাত্রী মশিউর পড়ে গিয়ে জখম হন।
দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক স্বপ্না বেগমকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ পরিদর্শক লোকমান।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও দুর্ঘটনা কবলিত যানবাহন দুটির একটিও পায়নি। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।