মায়ের অনুপস্থিতিতে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে জানায় পুলিশ।
Published : 13 Mar 2025, 05:57 PM
ঢাকার আশুলিয়ায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ওই ব্যক্তিকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
এর আগে বুধবার রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার এক ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার শাবলু মাতাব্বর (৪২) ফরিদপুরের ভাঙ্গা থানার নাসিরাবাদ দরগারপাড় এলাকার বাসিন্দা। তিনি নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ পরিদর্শক কামাল হোসেন বলেন, ওই কিশোরীর মা একজন পোশাক শ্রমিক। প্রায় পাঁচ বছর আগে তার মায়ের সঙ্গে শাবলু মাতাব্বরের বিয়ে হয়। এরপর থেকে ওই কিশোরীর ৮ বছরের আরেক বোনসহ মায়ের সঙ্গে বসবাস করে আসছেন। তারা তার মায়ের আগের পক্ষের সন্তান।
“শাবলু মাতাব্বর কোনো কাজ না করে বাসায় সন্তানদের দেখাশোনা করতেন। অভিযোগ রয়েছে, মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন শাবলু। এক পর্যায়ে ঘটনাটি মাকে জানালে থানায় অভিযোগ করেন তিনি।”
তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর বুধবার রাতে শাবলু মাতাব্বরকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক কামাল হোসেন।