রাজবাড়ীর আনোয়ার ও সুফিয়া দুই মাস আগে বিয়ে করলেও সম্প্রতি তাদের ছবিটি ফেইসবুকে আসে।
Published : 30 May 2024, 06:05 PM
একাকিত্ব ঘুচাতে ৭৫ বছর বয়সে ফের বিয়ে করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক ব্যক্তি।
বুধবার রাত থেকে বৃদ্ধ মো. আনোয়ার মোল্লা ওরফে আনু মোল্লা এবং তার তৃতীয় স্ত্রী সুফিয়া বেগমের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে খোঁজ নিয়ে জানা যায়, আনু মোল্লা ও সুফিয়া বেগমের বিয়ে দুই মাস আগে হলেও সম্প্রতি ছবিটি একজন ফেইসবুকে পোস্ট করেন।
আনোয়ার মোল্লা উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টারের পাড়ার বাসিন্দা।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনোয়ার মোল্লা এর আগে দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী মারা যান তিন বছর আগে। এরপর তিনি নিজের পছন্দে দ্বিতীয় বিয়ে করেন। তবে পারিবারিক কলহের জেরে এক বছর আগে দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান।
“একাকিত্ব ঘোচাতে তিনি তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন। তার প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বাবার একাকিত্বের কথা চিন্তা করে সন্তানরাও তৃতীয় বিয়েতে মত দেন।”
চেয়ারম্যান বলেন, দুই মাস আগে রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার সুফিয়া বেগমকে পছন্দ করে বিয়ে করেন অনোয়ারা। পঞ্চাশোর্ধ্ব সুফিয়ার এটি দ্বিতীয় বিয়ে।
এ বিষয়ে আনোয়ার মোল্লা ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি।