Published : 03 Jan 2025, 05:23 PM
গণতন্ত্রের কথা বললেও তার চর্চা না করাটাকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র চর্চা করি না। বাংলাদেশের এই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে। এখানে বার বার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে।”
শুক্রবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজের এ বিভাগেরই সাবেক শিক্ষক ফখরুল বলেন, “আমরা যারা রাজনীতি করি আমাদের ব্যর্থতা যে ৫২/৫৩ বছরেও একটি সুখী শান্তিময়, প্রেমময় দেশ গঠন করতে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। নৈতিকতার একেবারে শেষ পর্যায়ে চলে গেছি।
“আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি। কিন্তু সহনশীলতার মাধ্যমে আমরা যদি গণতন্ত্রের চর্চা করি, তাহলে গণতন্ত্র লাভ করতে পারব।”
তিনি আরও বলেন- “আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। পরে গণতন্ত্রের যুদ্ধেও ছিলাম। আজকে সেই গণতন্ত্রের যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা ঐক্যের যে যুদ্ধ- সকলে মিলে দেশটাকে যে গঠন করবো, একটা পথরেখা দেখাবো আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের ব্যর্থতা আছে। কিন্তু কেন জানি না আমরা সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না।
বিএনপির মহাসচিব বলেন, “আমি সকলের কাছে এই আবেদন জানাবো আমরা এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দাঁড়াবো এবং আমরা একটা সুস্পষ্ট সুন্দর পথ নির্ধারণ করতে পারব।”
দেশের তরুণ-শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা অমিত সম্ভাবনাময়। তারা দেশপ্রেমের কথা, পরিবর্তনের কথা বলছেন। সত্যিকার অর্থে বাংলাদেশ নির্মাণ করবার একটা পথও তারা দেখাতে পারেন। সুতরাং নেতিবাচক চিন্তা করলে হবে না।
“আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্য দিয়ে আনতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, যদি দেশপ্রেম থাকে, দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে নিশ্চয়ই আজকে যে সুযোগ এসেছে, সেই সুযোগের যেন সদ্ব্যবহার আমরা করতে পারি।”
দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ কে এম আল আবদুল্লাহসহ বিভিন্ন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষরা বক্তব্য রাখেন।